পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (১৪ই ডিসেম্বর) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গত ১২ ও ১৩ই ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযানগুলো পরিচালিত হয়। এতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ১৩ সদস্য নিহত হয়, যাদের রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে অভিহিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে মোহমান্দ জেলায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে ৭ সন্ত্রাসী নিহত হয়। পরবর্তীতে বান্নু জেলায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও ৬ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়।
আইএসপিআর আরও জানায়, এলাকাটি সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করতে সেখানে তল্লাশি বা স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত মাসেও দেশটির বান্নু জেলায় এক অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।
সূত্র: ডন
ডিবিসি/এনএসএফ