আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান, বৈঠকে থাকছে চীন ও রাশিয়াও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে ইরান আগামী সপ্তাহে মধ্যস্থতা করার প্রস্তুতি নিচ্ছে। ইসলামাবাদ পোস্টের রিপোর্ট অনুযায়ী, এটি দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ বৈঠক তেহরানে প্রতিবেদন অনুসারে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে এর আগে দোহা, ইস্তাম্বুল এবং জেদ্দায় আলোচনার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেসব বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি।

 

চীন ও রাশিয়ার অংশগ্রহণ তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এই বৈঠকটির গুরুত্ব বহুগুণ বেশি কারণ এতে আঞ্চলিক পরাশক্তি চীন ও রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই দুই বৃহৎ শক্তি পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।

 

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ইসলামাবাদকে প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ দূত রাষ্ট্রদূত মুহাম্মদ সাদিক।

আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

 

তথ্যসূত্র মেহের নিউজ এজেন্সি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন