আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতি চলবে ১৮ই মে পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই মে ২০২৫ ১১:৩২:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান ও ভারত ১৮ই মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়িয়েছে , বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিনেটকে জানিয়েছেন যে পাকিস্তান সমস্ত বিতর্কিত বিষয়ের অবসান ঘটাতে নয়াদিল্লির সাথে সম্মিলিত সংলাপ চায়।

শুক্রবার (১৬ই মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে এসব।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিনেটকে বৃহস্পতিবার (১৫ই মে) জানিয়েছেন, সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, তবে দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সংলাপ করতে হবে। "আমরা বিশ্বকে বলেছি যে আমরা একটি সম্মিলিত সংলাপ করব," তিনি আরও বলেন।

 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আরও বলেন, ২০১৯ সালে ভারত কর্তৃক অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একতরফা সিদ্ধান্ত পাকিস্তান কখনই মেনে নেয়নি, একই সাথে হুঁশিয়ারিও দিয়েছেন যে সিন্ধু জল চুক্তি অবৈধভাবে স্থগিতের মাধ্যমে পাকিস্তানের জল আটকানোর যে কোনও প্রচেষ্টা যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

 

উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন