টি-টোয়েন্টিতে পাকিস্তান বড় দল নয়। ঠিকঠাক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সিরিজ জয় সম্ভব টাইগারদের, এমনটি দাবি করেছেন সাবেক ক্রিকেটার ও সাবেক জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। সেই সাথে ইউএইর বিপক্ষে সিরিজে হারের দায় ক্রিকেটারদেরই নিতে হবে বললেন সাবেক এই নির্বাচক।
ইউএইর কাছে বিদ্ধস্ত হয়ে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মাঠে নামার আগে টাইগারদের নিয়ে বিস্তর সমালোচনা। ইউএইর বিপক্ষে বিদ্ধস্ত হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে আরও একটা হতাশার সিরিজ দেখছেন সমর্থকরা।
অবশ্য সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেছেন ভিন্ন কথা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলছেন তিনি। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বড় দল মানতে নারাজ হান্নান। র্যাঙ্কিংও বলছে সেই কথা। বাংলাদেশের থেকে একধাপ উপরে আটে অবস্থান পাকিস্তানের। তবে ২০২৬ বিশ্বকাপের চিন্তায় সাজানো স্কোয়াড় নিয়ে পজেটিভ চিন্তাটাই করতে চান হান্নান সরকার।
ডিবিসি/আরএসএল