আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৭:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানের দিয়ামির জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাইলট এবং তিনজন টেকনিশিয়ান রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একটি নতুন হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। দিয়ামির জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের এটি নতুন ঘটনা। কয়েক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালানোর সময় একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছিলেন।

 

সূত্র: আল আরাবিয়া

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন