বাংলাদেশ, অর্থনীতি

পাচারের অর্থ ফেরাতে ড. ইউনূসের সঙ্গে যৌথ তদন্ত দলের বৈঠক ১৯শে মে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই মে ২০২৫ ০৩:৩২:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৯শে মে বৈঠকে বসবে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বাধীন যৌথ তদন্ত দল।

আন্তঃসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম জেআইটি বা যৌথ অনুসন্ধান ও তদন্ত দল। দুদকের নেতৃত্বে এ দলে সহযোগী হিসেবে রয়েছে এনবিআর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।  

 

পাচার হওয়া সম্পদ ফেরাতে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে ১৯শে মে'র বৈঠক থেকে। বৃহস্পতিবার (১৫ই মে) আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে দুদকের মানিলন্ডারিং টিম। দেশটিতে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদকের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হয়।  

 

দেশের বৃহৎ ১০টি ব্যবসায়ী গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্সের অধীনে ১১টি টিম কাজ করছে। দুদকের নেতৃত্বাধীন তাদের এ টিমকে সমন্বয় করছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা-বিএফআইইউ। বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে গত বছরের ২৯শে সেপ্টেম্বর বিদ্যমান টাস্কফোর্স পুনর্গঠন করে সরকার।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন