আন্তর্জাতিক, পাকিস্তান

পানি আটকালে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে, শেহবাজের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই আগস্ট ২০২৫ ০২:০০:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, "আমি শত্রুকে বলে দিতে চাই, যদি তোমরা আমাদের পানি আটকে দেওয়ার হুমকি দাও, তবে মনে রেখো, তোমরা পাকিস্তানের কাছ থেকে এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না।" তিনি যোগ করেন, "যদি এমন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়, তবে পাকিস্তান তোমাদের এমন শিক্ষা দেবে যা তোমরা কখনও ভুলতে পারবে না।"

 

শেহবাজ শরীফের এই বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কিছুদিন আগেই হেগের স্থায়ী সালিশি আদালত রায় দিয়েছে যে, ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী পশ্চিমের নদীগুলোর পানি পাকিস্তানের 'অবাধ ব্যবহারের' জন্য ভারতকে অবশ্যই প্রবাহিত করতে হবে।

 

এর আগে গত এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি এর জন্য ইসলামাবাদকে দায়ী করে এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তিটি স্থগিত রাখে। পাকিস্তান ভারতের এই দাবি প্রত্যাখ্যান করে এবং জানায় যে, একতরফাভাবে চুক্তি স্থগিত করা সম্ভব নয় এবং তাদের পানির হিস্যা বন্ধ করার যেকোনো চেষ্টাকে 'যুদ্ধ ঘোষণার শামিল' হিসেবে গণ্য করা হবে।

 

তথ্যসূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন