পটুয়াখালীর দুমকীতে খালের পানিতে ডুবে তাইয়েবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪শে জুন) সন্ধ্যায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাওরের খাল থেকে উদ্ধার করা হয়। নিহত তাইয়েবা পশ্চিম ঝাটারা গ্রামে দেলোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, ’দুপুরে খাবার খেয়ে পরিবারের সকলের সঙ্গে ঘুমায় তাইয়েবা। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে বাসার পিছনে প্রাকৃতিক ডাকে সারা দিতে যায়। পরে, বাওরের খালে পানি নিতে গিয়ে খালে পরে যায় সে। এসময় খালের অপর প্রান্তের বাসিন্দা তানজিলা বেগম তাইয়েবাকে পড়ে যেতে দেখে ডাকাডাকি করে। এসময় স্বজনরা বাড়ির সামনে থেকে খাল পাড়ে আসে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে তায়েবাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দুমকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।’
দুমকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডা. তন্নী বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে।