বাংলাদেশ, রাজধানী

পানি সংকটে কড়াইল বস্তিতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ মঙ্গলবার (২৫শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করলেও পানির তীব্র সংকট এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাজধানীর তীব্র যানজট ঠেলে ঘটনাস্থলে পৌঁছাতে ইউনিটগুলোর বেশ বেগ পেতে হয়। আগুন নেভানোর কাজ শুরু করার পর বড় বাধা হয়ে দাঁড়ায় পানির অপ্রতুলতা।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির সংকট এতটাই তীব্র যে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলা এবং আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়িয়ে মোট ১৬টি করা হয়েছে। তিনি বলেন, পানির সংকটের কারণেই মূলত আমরা ইউনিটের সংখ্যা বাড়িয়েছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে প্রত্যক্ষদর্শী ও বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই তা দাউ দাউ করে টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বস্তিবাসী। প্রাণ বাঁচাতে এবং মূল্যবান সামগ্রী রক্ষা করতে ঘর থেকে যে যেভাবে পারছেন জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

 

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন বস্তির ভেতরে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এছাড়া স্থানীয় উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। আগুনের ঝুঁকিতে থাকা আশপাশের ঘরগুলো থেকেও বাসিন্দারা দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন