পাবজি মোবাইল রাইজিং স্টার ২০২৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছে এওয়ান আরজি ই-স্পোর্টস। ঢাকার বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ল্যান ফাইনাল।
ফাইনাল ডে-তে দেশের সেরা ১৬টি দল সরাসরি ল্যান সেটআপে অংশ নেয়। পাঁচ লাখ টাকা প্রাইজ পুলের এই প্রতিযোগিতায় রানার-আপ হয় জিএসএম। টিডিএম ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ পুলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় টিম নাইনটিন ফিফটি টু। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতামূলক ই-স্পোর্টসে যুক্ত হলো নতুন এক সম্ভাবনাময় অধ্যায়।
ডিবিসি/কেএলডি