পণ্য খালাসে গতি বাড়বে ১০ গুণ

পাবনার নগরবাড়ি নদী বন্দরে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনার নগরবাড়ী নদী বন্দরে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন টার্মিনালটি উদ্বোধন করেন।

উপদেষ্টা বলেন, এ বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত ১০ গুণ। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও।

 

দেশের পণ্যপরিবহনে নদীপথ অন্যতম মাধ্যম হলেও জেগে ওঠা চর সংকট সৃষ্টি করছে, যার ফলে নৌবন্দরগুলোতে অচলাবস্থা দেখা দেয়। এমন বাস্তবতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়ীতে এই নতুন নৌ বন্দর চালু হলো। এর মাধ্যমে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর এখান থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় কয়লা, সার, পাথরসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা যাবে।

 

এর ফলে রাজধানীর সাথে সড়ক পথে দূরত্ব কমবে প্রায় ৮০ কিলোমিটার এবং যমুনা সেতুর উপর চাপ কমবে।

 

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এতে জাহাজ থেকে খালাস কয়েক গুণ বাড়বে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

 

২০১৮ সালে প্রায় ৫৫৭ কোটি টাকা ব্যয়ে ৩৬ একর জায়গা জুড়ে এই বন্দর নির্মাণ কাজ শুরু হয়েছিল।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন