বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, আহত ২

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৬ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। সোমবার (২৪শে নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশমাইল দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহতরা হলো নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫)। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যান।

 

এ সময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন