বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় ডাকাডাকিতে বিরক্ত হয়ে ৮ কুকুর ছানাকে পানিয়ে ডুবিয়ে মারলেন এক নারী!

পাবনা স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

২২ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে ডাকাডাকিতে বিরক্ত হয়ে ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মেরেছেন এক নারী! উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় স্থানীয়রা মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১লা ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ আবাসিক এলাকার পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন মানুষ। পরে সেটি খুলে ভিতরে ৮টি মৃত কুকুরছানা পাওয়া যায়। এর আগে সকাল থেকে একটি মা কুকুরকে অস্থির হয়ে চিৎকার করতে দেখা যায়। তার ডাকের সঙ্গে সঙ্গে কয়েকজন দোকানদার পুকুরপাড়ে গিয়ে বস্তাটি দেখতে পান।

 

অভিযুক্ত নারীর নাম নিশি রহমান। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ডাকা জরুরি সভায় অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সরকারি বাসা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।


অভিযুক্তের স্বামী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী বিরক্ত হয়ে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’

 

এই অমানবিক ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। পাশাপাশি আইনগত প্রক্রিয়াও চলবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন