পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৪ঠা জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল বাসটি। পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আবেদ আলী ও মনসুর আলী। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। এদিকে, চুয়াডাঙ্গার আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন ও সাতক্ষীরায় পিকআপ ভ্যানের চাপায় একজনের মৃত্যু হয়েছে।
ডিবিসি/এএনটি