পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর কোলে ১৯ দিনের কন্যাশিশুকে রেখে পালিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় এক নারী। শিশুটির কাপড়ের ভেতর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার জয়নগর গ্রামের গৃহবধূ মিষ্টি খাতুন তার অসুস্থ স্বামী সাগর হোসেনকে ডাক্তার দেখাতে হাসপাতালে যান। জরুরি বিভাগের সামনে অপেক্ষারত অবস্থায় কমলা রঙের ওড়নায় মুখ ঢাকা এক নারী মিষ্টির কাছে আসেন। তিনি 'একটু রাখেন, টয়লেট থেকে আসছি'- এই বলে শিশুটিকে মিষ্টির কোলে তুলে দেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই নারী আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর ওই নারীর সন্ধান না পেয়ে একপর্যায়ে শিশুটির কাপড়ের ভেতর একটি চিরকুট দেখতে পান মিষ্টি খাতুন। চিরকুটে একটি মোবাইল নম্বর উল্লেখ করে লেখা ছিল, 'আপনি বাচ্চার হেফাজত করবেন, বাচ্চার জন্মতারিখ ১লা জানুয়ারি।' বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় নিশ্চিত করতে এবং ওই নারীকে খুঁজে বের করতে তারা তদন্ত শুরু করেছে। বর্তমানে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
ডিবিসি/এসএফএল