নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট বহাল রেখে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণে আর কোনো আইনি বাধা নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। আদালত গত ৪ সেপ্টেম্বর ও ২৪ ডিসেম্বরের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ইসির গেজেটকে বৈধতা দিয়েছেন। এর ফলে পাবনা-১ শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত হবে এবং পাবনা-২ সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার (পৌরসভা ও ৪টি ইউনিয়নসহ) বাকি অংশ নিয়ে গঠিত হবে।
হাইকোর্টের আগের একটি রায় (যেখানে ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়েছিল) স্থগিত করে আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।
পাবনার এই দুটি আসনের সীমানা নিয়ে গত কয়েক মাস ধরে আইনি লড়াই চলছিল। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট বেড়া উপজেলার অংশ বিশেষ পাবনা-২ এ অন্তর্ভুক্ত করাকে অবৈধ ঘোষণা করেন, ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় অনুযায়ী নতুন গেজেটের কার্যক্রম স্থগিত করেন, যার ফলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে। ১৩ জানুয়ারি পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের আবেদন জানান। ১৫ জানুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সবুজ সংকেত দেন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
ডিবিসি/এসএফএল