বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

পাবনা ১ ও ২ আসনে পূর্বনির্ধারিত দিনেই ভোটের দাবি

পাবনা স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাবনার ভোটারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জীবনমান উন্নয়ন, নিরাপত্তা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দেবেন- এমন প্রার্থীকেই এবার বেছে নিতে চান তারা।

তবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে এই দুই এলাকার ভোটার ও প্রার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তারা পূর্বনির্ধারিত দিনেই ভোটের দাবি জানিয়েছেন।

 

পাবনার ভোটাররা বলছেন, নানা কারণে গুরুত্বপূর্ণ জেলা হলেও সঠিক উদ্যোগের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান হয়নি। তাই এবার জনপ্রতিনিধি নির্বাচনে তারা বেশ সতর্ক। ভোটারদের প্রত্যাশা পূরণে প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং জামায়াত প্রার্থী মাওলানা ইকবাল হোসেন, পাশাপাশি পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল নিজ নিজ পরিকল্পনা তুলে ধরছেন।

 

অন্যদিকে, নির্বাচন স্থগিত হওয়ায় পাবনা-১ আসনের জামায়াত প্রার্থী নাজিবুর রহমান মোমেনসহ সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

উল্লেখ্য, পাবনার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯৩ হাজার ৩৪১ জন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন