আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না, ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে জুলাই ২০২৫ ০৯:৫৬:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তার দেশ এর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে তিনি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব দিতে আমরা প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা রয়েছে আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানার।’

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানান, গত মাসের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাস্তব ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের দাবি করা মাত্রার চেয়ে অনেক কম। তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল আমাদের শীর্ষ সামরিক ও পারমাণুবিজ্ঞানীদের হত্যা এবং নেতৃত্ব কাঠামো ধ্বংস করা। তবে তারা ব্যর্থ হয়েছে। বরং তারা নিজেরাই বড় ক্ষতির মুখে পড়েছে, যা গোপন করার চেষ্টা করছে।’

আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলে সাফ জানিয়ে দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ‘এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত হচ্ছে এবং আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি ‘ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে প্রতিহত করে বলেন, ‘ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে। এটি ভুল ধারণা। আমাদের কাজ চলমান এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।’

আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা কূটনীতিতে বিশ্বাসী। তবে যেকোনো আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা কোনো হুমকি বা জোরজবরদস্তি মেনে নেব না এবং আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।’

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন