আন্তর্জাতিক, এশিয়া

পারমাণবিক বিজ্ঞানে নতুন ৩ সাফল্য উন্মোচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসাবিজ্ঞান ও গবেষণার উন্নয়নে পারমাণবিক প্রযুক্তিতে তিনটি নতুন সাফল্য উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে দেশটির ‘জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক’ বা ন্যাশনাল নিউক্লিয়ার নেটওয়ার্কের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (১৫ই ডিসেম্বর) সকালে তেহরান ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই অত্যাধুনিক উদ্ভাবনগুলো জনসমক্ষে আনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি।

 

ইরানের নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এদিন যে তিনটি মূল উদ্ভাবন পরিচয় করিয়ে দেয়, সেগুলোর মধ্যে রয়েছে মেটাস্ট্যাটিক মেলানোমা বা ত্বকের ক্যান্সার শনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল ‘গ্যালিয়াম-৬৮’ এবং চিকিৎসার কাজে ব্যবহৃত থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল ‘লুটেসিয়াম-১৭৭’। এছাড়া হাড়ের ব্যথার চিকিৎসার জন্য তৈরি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রও এদিন উন্মোচন করা হয়।

 

এই উদ্ভাবনগুলোর পাশাপাশি দেশের পারমাণবিক খাতে গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ‘জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক’-এর যাত্রাও শুরু করা হয়। 

 

অনুষ্ঠানে আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, তার সংস্থা উদ্ভাবনী ধারণাগুলোকে দ্রুত পণ্যে রূপান্তর করার ওপর অগ্রাধিকার দিচ্ছে। 

 

তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৩ সালে ইরানে উৎপাদিত রেডিওফার্মাসিউটিক্যালসের সংখ্যা ছিল ৫০টি, যা বর্তমানে বেড়ে ৭০-এ দাঁড়িয়েছে। এছাড়া আরও ২০টি পণ্য বর্তমানে গবেষণা পর্যায়ে রয়েছে।

 

সূত্র: মেহের নিউজ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন