পারস্য উপসাগরে জ্বালানি পাচার বিরোধী এক বড় অভিযানে ৪০ লাখ লিটার চোরাই জ্বালানিসহ একটি বিশাল তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি।
বুধবার (২৪শে ডিসেম্বর) আইআরজিসি নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি এক বিবৃতিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর সদস্যরা এই বিশেষ অপারেশনটি পরিচালনা করেন এবং ট্যাংকারটি যখন ইরানের জলসীমা অতিক্রম করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।
গোয়েন্দা নজরদারিতে দেখা গেছে, এই বড় জাহাজটি ছোট ছোট বেশ কিছু বোট থেকে মোট ৪০ লাখ লিটার জ্বালানি সংগ্রহ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত অন্য কোনো বড় জাহাজে এই জ্বালানি পাচার করে দেওয়া। এই অভিযান চলাকালীন ট্যাংকারটি থেকে মোট ১৬ জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে আটককৃতদের জাতীয়তা বা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আইআরজিসি জানিয়েছে, আটক ক্রুদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই পাচার চক্রের সাথে জড়িত নেটওয়ার্কগুলোকে শনাক্ত করতে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও এর আশপাশের অঞ্চলে জ্বালানি পাচার রোধে ইরান তাদের নজরদারি ও অভিযানের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। এই ঘটনার মাত্র এক মাস আগেই এসোয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি এবং নভেম্বরের শেষ দিকে কিশ দ্বীপের কাছ থেকে আরও দুটি জাহাজ জব্দ করা হয়েছিল।
এছাড়া চলতি মাসের শুরুর দিকে ওমান উপসাগর থেকেও একটি ট্যাংকার জব্দ করেছিল ইরানি বাহিনী। তবে সর্বশেষ এই বিশাল পরিমাণ জ্বালানি জব্দের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলে বা অন্য কোনো দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এনএসএফ