নিয়মিত চাকরির পাশাপাশি বা অন্য কাজের সাথে একটা পার্টটাইম চাকরি হলে মন্দ হয় না। এমন ভাবনা অনেকের মাঝেই দেখা যায়। অনেকেই তো পার্ট টাইম চাকরির জন্য নিয়মিত বিজ্ঞপ্তি দেখেন। পার্ট টাইম চাকরি প্রত্যাশিদের জন্য সুখবর দিচ্ছে বিপিও প্রতিষ্ঠান ফিফো টেক।
সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিপিও বিভাগে পোর্ট-টাইম চাকরির সুযোগ দিচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : বিপিও ট্রেইনি। পদের সংখ্যা : ১৫০। আবেদন যোগ্যতা : কমপক্ষে ডিপ্লোমা, মাস্টার্স বা স্নাতক পাস। তবে প্রার্থীর বয়স ২১-৩৯ বছরের মধ্যে হতে হবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৩ এপ্রিল, ২০২৩
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। দৈনিক ট্রেনিং ভাতা ১৫০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকছে।
ডিবিসি/কেএলডি