পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক দল এই ইস্যুটিকে অবহেলা করে পার পাবে না। আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে এই সমস্যা সমাধানের সুস্পষ্ট পথরেখা দিতে হবে।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) দুপুরে রাঙামাটির একটি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে বর্তমানে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যার জন্য একটি জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে এবং স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী থেকে একটি সমাধানের পথ বের করতে হবে। নির্বাচনী ইশতেহারে রাজনীতিবিদদের এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।’’
পার্বত্য অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘‘এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ ঘটছে এবং এতে একাধিক দেশ সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। ফলে বিষয়টি এখন জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, ‘‘বাংলাদেশ বর্তমানে একটি দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার, প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা- এসব এখনো দৃশ্যমান নয়।’’ তবে তফসিল পরবর্তী সময়ে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে অনুষ্ঠিত আঞ্চলিক পরামর্শ সভায় শিক্ষক, আইনজীবী, প্রথাগত নেতা (হেডম্যান-কার্বারি), নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি দমন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ডিবিসি/এসএফএল