বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ উৎসব পালিত হলো আজ শুক্রবার।
রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডায় করোনার কারণে আয়োজন ছোট পরিসরে হলেও বৃষ্টির কারণেও বাদ পড়েছে কিছু আচার আনুষ্ঠানিকতা।
সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে সুবিধাজনক সময়ে পালন করা হয় এই কঠিন চীবর দান অনুষ্ঠান। কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের মধ্য দিয়েই বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা কেটে, সুতা বানিয়ে, রং করে, নানা রকম আচার ও নিয়ম মেনে একেকটি চীবর তৈরি করার কাজটি করা হয় এবং এটি খুব কঠিন বলেই এই অনুষ্ঠানের এই নাম কঠিন চীবর দান।