বিজ্ঞান ও প্রযুক্তি

পাসওয়ার্ড শক্তিশালী আছে কিনা যেভাবে বুঝবেন

প্রযুক্তি ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে আগস্ট ২০২৩ ০৩:৩৪:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনদিন অনলাইনে মানুষের কাজের পরিধি বাড়ছে। কর্মক্ষেত্রসহ, কেনাকাটা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা কাজ সারছেন অনলাইনে। এই অনলাইনে সেবা নিতে বা কাজ করতে হলে প্রথমে দরকার হয় অ্যাকাউন্ট খোলার। অ্যাকাউন্টে প্রবেশ করতে দরকার হয় পাসওয়ার্ড। অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এই পাসওয়ার্ডের গুরুত্ব সবচেয়ে বেশি।

এই পাসওয়ার্ড যদি আপনার দুর্বল হয় তাহলে ওই অ্যাকাউন্টটিও দুর্বল হবে। তাই অ্যাকাউন্টকে নিরাপদ করতে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারলে ব্যবহারকারী হিসেবে অনেক বেশি সুরক্ষিত থাকা যাবে।

 

কেননা অনলাইনে কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে অনলাইন প্রতারণা। পাসওয়ার্ড দুর্বল হলে হতে পারে বড় বিপদ। হ্যাকারদের হাতে আপনার পাসওয়ার্ড পৌঁছে গেলে বিপদে পড়বেন। স্মার্টফোন থেকে কম্পিউটার বা ট্যাব, সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে খোলা অ্যাকাউন্ট সব ক্ষেত্রেই শক্তিশালী পাসওয়ার্ড সেট করা খুব জরুরি। আমরা অনেকেই হালকা মনে করে এই পাসওয়ার্ড তৈরির সময় নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি। আসুন কিছু বিষয় জেনে রাখা যাক।

বেশিরভাগ অনলাইন ব্যবহারকারী পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ–এসব সাধারণ বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করে। এটি একদম উচিত নয়। কারণ, হ্যাকাররা এসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে।

 

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চাইলে পাসওয়ার্ডের মধ্যে এক বা একাধিক বিশেষ চিহ্ন, যেমন @, # -এ-জাতীয় চিহ্ন ব্যবহার করুন। একটি শক্তিশালী পাসওয়ার্ড সব সময় সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে তৈরি করুন। তাতে হ্যাকাররা সহজে আপনার পাসওয়ার্ডের হদিস পাবে না। আপনি চাইলে আপনার শক্তিশালী পাসওয়ার্ডে ছোট বা বড় ইংরেজি বর্ণ ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন একটু অজানা, অচেনা শব্দ।

 

অনলাইনে নিরাপদে থাকতে যেসব পাসওয়ার্ড ১৮ অক্ষরের বেশি, সেগুলো তুলনামূলক বেশি নিরাপদ। ১০ অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি বেশি। তবে কমপক্ষে ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

আমরা অনেকেই মেইল আইডি থেকে শুরু করে অন্য সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করি থাকি, যা একেবারেই উচিত নয়। যদিও আমরা খুব জটিল পাসওয়ার্ড দিলে ভুলে যাওয়ার আশঙ্কা থেকেই এমনটি করে থাকি। কিন্তু মনে রাখতে হবে, আগে ব্যবহার করা এমন পাসওয়ার্ড আবার ব্যবহার না করাই ভালো। পাসওয়ার্ড ভুলে গেলে তা ফিরে পাওয়া যায়। অনেক সময়ই এ ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন বেছে নেওয়া হয়। এই প্রশ্ন খুব সহজভাবে তৈরি করবেন না।

 

নিজে মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড সেট করা উচিত। প্রয়োজনে সুরক্ষিত এবং নিরাপদে থাকবে এমন জায়গায় সব পাসওয়ার্ড লিখে রাখতে পারেন। তবে নিজের পাসওয়ার্ড কারও সঙ্গেই শেয়ার করবেন না।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন