বিবিধ

পাহাড় ছুঁয়েছে সমুদ্রকে, স্বপ্ন ছুঁয়েছে বাস্তবকে! কক্সবাজারে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস হোটেলের সফট ওপেনিং ১৫ই নভেম্বর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে অক্টোবর ২০২৫ ১২:৪০:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের হিমছড়িতে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। আগামী ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চার তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস হোটেল (Best Western Plus Bayhills Hotel)-এর সফট ওপেনিং। দক্ষিণ এশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ (Goldsands Group)-এর উদ্যোগে, পাহাড় ও সমুদ্রের নৈসর্গিক কোলে আতিথেয়তার এক নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে, যা ট্যুরিজমপ্রেমী বাংলাদেশের বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা হিমছড়ির কোলে অবস্থিত এই হোটেলটি পাহাড় এবং সমুদ্রের এক অনবদ্য গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস হোটেল বিশ্বখ্যাত বেস্ট ওয়েস্টার্ন হোটেলস অ্যান্ড রিসর্টস (Best Western Hotels & Resorts) চেইনের অংশ, যা আন্তর্জাতিক আতিথেয়তা খাতে আস্থা ও মানের প্রতীক।

 

হোটেলটির অন্যতম আকর্ষণ হলো এর ব্যতিক্রমী নকশা, যেখানে বাংলাদেশের একমাত্র হোটেল হিসেবে রুমের বেড এবং ওয়াশরুমে বসে সমুদ্র এবং পাহাড়ের মেলবন্ধন উপভোগ করার সুযোগ রয়েছে।

 

গেস্টদের সর্বোচ্চ আরাম, নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করতে অত্যাধুনিক স্থাপত্যশৈলী ও বিশ্বমানের সুবিধা নিয়ে সজ্জিত করা হয়েছে হোটেলটি। এখানে থাকবে:

 

প্রশস্ত ও বিলাসবহুল রুম এবং স্যুইট।

 

কক্সবাজারের সবচেয়ে বড় ইনফিনিটি সুইমিং পুল, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।

 

সি-ভিউ রেস্টুরেন্ট ও ক্যাফে।

 

কনফারেন্স ও ব্যাংকোয়েট হল।

 

ফিটনেস সেন্টার এবং ওয়েলনেস স্পা।

 

বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশের হালাল কনসেন্ট নিয়ে পুরো হোটেলটি সাজানো হয়েছে, যার ফলে পরিবার নিয়ে নিশ্চিন্তে আনন্দ ভ্রমণ করা যাবে এবং এক কোলাহলমুক্ত ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

 

গোল্ডস্যান্ডস গ্রুপ-এর এই গর্বিত উদ্যোগকে "শুধু হোটেল নয়, এটি একটি অনুভূতি, একটি গর্ব, একটি অভিজ্ঞতা" হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস হোটেল কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।

 

আগামী ১৫ই নভেম্বরের সফট ওপেনিং অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, পর্যটন উদ্যোক্তা এবং গণমাধ্যমের জন্য এক অনুপ্রেরণামূলক দিন হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্বোধনের মাধ্যমে হিমছড়ি পেতে চলেছে এক বিশ্বমানের আতিথেয়তা গন্তব্য, যেখানে পাহাড়, সমুদ্র এবং বিলাসিতার অনবদ্য সমন্বয় ঘটেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন