আন্তর্জাতিক, আরব

পাহাড় থেকে পড়ে সৌদি আরবের জনপ্রিয় কবির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২০শে আগস্ট ২০২৫ ০২:১২:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের প্রখ্যাত কবি সৌদ বিন মাদি আল-কাহতানি ওমানের এক পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৮ই আগস্ট) ওমানের ধোফার প্রদেশের মিরবাতের জাবাল সামহান পর্বতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, তিনি ছুটিতে পর্বতারোহণের সময় পাহাড়ের ঢাল থেকে পা পিছলে নিচে পড়ে যান।

ওমানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইব্রাহিম বিন বিশান জানিয়েছেন, আল-কাহতানির মরদেহ ওমান থেকে তার নিজ শহর আভায় নিয়ে যাওয়া হয়েছে।

 

ধোফার প্রদেশের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, তারা কয়েকজন নাগরিকের সহায়তায় ঘটনাটির তদন্ত করেছে। তদন্তে জানা যায়, সৌদ আল-কাহতানি একটি উঁচু পাহাড়ের চূড়া থেকে পিছলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

কর্তৃপক্ষ শরৎকালে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করার সময় দর্শনার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, কারণ এই সময়ে পথ পিচ্ছিল থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি।

 

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে বেড়ে ওঠা সৌদ আল-কাহতানি তার স্বতন্ত্র কাব্যশৈলীর জন্য প্রশংসিত ছিলেন। তার সাহিত্য জীবনে তিনি ১৫টিরও বেশি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন, যেখানে প্রেম, দেশপ্রেম এবং সামাজিক নানা বিষয় ফুটে উঠেছে। দক্ষিণ সৌদি আরবের প্রকৃতি এবং সেখানকার মানুষের অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখার জন্য তিনি 'দক্ষিণের কবি' উপাধি লাভ করেন। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় সাহিত্যপ্রেমীরা তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। 

 

তথ্যসূত্র: সৌদি গেজেট
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন