বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

পিআর পদ্ধতি ও আগে স্থানীয় ভোট জামায়াতের এজেন্ডা, ষড়যন্ত্র নয়: ডা. তাহের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই জুলাই ২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ও জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে ষড়যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি জামায়াতে ইসলামীর দলীয় এজেন্ডা।

রবিবার (৬ই জুলাই) রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এই প্রস্তাবনাকে নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করাটা একেবারেই অনুচিত।

 

তবে একই অনুষ্ঠানে ভিন্নমত পোষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি সংখ্যানুপাতিক পদ্ধতির সমালোচনা করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সংসদ সদস্যরা কোনো নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন না, তারা সরাসরি দলের কাছে দায়বদ্ধ হয়ে পড়বেন। এর ফলে জনপ্রতিনিধিদের ব্যক্তিগত জবাবদিহিতা মারাত্মকভাবে হ্রাস পাবে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য স্বাস্থ্যকর নয়। রাজনৈতিক মহলের এই ভিন্ন ভিন্ন মতামত নির্বাচনী ব্যবস্থা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন