বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ জনগণ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচন পদ্ধতি বোঝে না। কিছু রাজনৈতিক দলকে এই নতুন চিন্তা থেকে বেরিয়ে এসে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে, চলমান সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদের কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান তিনি।
মঙ্গলবার (২৯শে জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন দেশের জনগণ বোঝে না। যারা এই নতুন ধারণা নিয়ে আসছেন, আমি তাদের অনুরোধ করব, এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুন।" তিনি দেশের রাজনৈতিক বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএনপি মহাসচিব ‘ঐকমত্য কমিশন’কে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিশনের প্রস্তাবিত ১২টি মৌলিক বিষয়ে দেশের সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে, যা একটি ইতিবাচক অগ্রগতি।
আলোচনা সভায় উপস্থিত অন্য বক্তারাও নির্বাচনের বিষয়ে কথা বলেন। তারা বলেন, সংস্কারের অজুহাত দেখিয়ে বা ধোঁয়াশা তৈরি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং তা নির্ধারিত সময়েই হতে হবে।
ডিবিসি/আরএসএল