বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

পিআর পদ্ধতি নয়, আমরা গতানুগতিক পদ্ধতিতেই নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৪:২৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা পিআর পদ্ধতি নয়, আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম, এই নিয়মেই আমরা নির্বাচন চাই। যারা এই নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র রয়েছে।

আজ শুক্রবার (১লা আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'আমাদের টাঙ্গাইল' আয়োজিত এসএসসি-২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এদেশের মানুষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। তিনি জোর দিয়ে বলেন, আমরা ক্ষমতায় যাবো এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে। আমরা জনগণের উপর বিশ্বাসী। জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে।

 

পিআর পদ্ধতি যে জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, সে বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ দিয়ে বলেন, সবাই পিআর পদ্ধতি চায় না। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মন্তব্য শুনছেন। সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, তারা অনেকেই শুনবেন।

 

তিনি একটি প্রচলিত কৌতুকের উদাহরণ দিয়ে বলেন, পাকিস্তান টি-টোয়েন্টি তিনটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করলো? মানুষ এই ধরনের মন্তব্য করে যে, ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইলে, এমপি পাবেন নোয়াখালীতে, তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষেরই জানতে হবে।

 

তিনি স্পষ্ট করে বলেন যে, বিএনপি প্রচলিত নির্বাচন পদ্ধতির পক্ষে, যেখানে ভোটাররা সরাসরি তাদের এলাকার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন