পিআর পদ্ধতি ভালো হলেও, তা নিয়ে জনমনে বিভ্রান্তি ছাড়াচ্ছে বিএনপি। এমন অভিযোগ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিম। জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের হত্যাকাণ্ড স্থান না পাওয়ায় ক্ষোভ জানান তিনি।
প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণাপত্র বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর পুরানা পল্টনে ইসলামি আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি রেজাউল করিম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘ সময় পর সরকার 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করায় একে স্বাগত জানিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
ডিবিসি/ এইচএপি