বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং ঝুলন্ত সংসদ তৈরি করবে, যার কারণে দেশের মানুষ এই পদ্ধতির বিরুদ্ধে। তিনি বলেন, বিএনপি পিআর বলতে পাবলিক রিলেশন বা জনসংযোগ বোঝে এবং বর্তমানে সবাই সেই জনসংযোগেই ব্যস্ত আছে।
মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর জিয়া উদ্যানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যারা আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশে স্থায়ী অস্থিরতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সেই চেষ্টা সফল হবে না। তিনি বিএনপির রাজনৈতিক আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিএনপি ধর্মানুসারে রাজনীতিতে বিভেদ সৃষ্টি করতে চায় না, বরং সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে রাজনীতি করে। দলটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে চায়। তিনি দেশের সব রাজনৈতিক দলকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।ৎ
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু ষড়যন্ত্র চলছে, যা এখন স্পষ্ট। এর পেছনে আন্তর্জাতিক কোনো শক্তিও থাকতে পারে। দেশে-বিদেশে বিভিন্ন শক্তি সক্রিয় রয়েছে বলে আমরা ধারণা করি। তবে তিনি জোর দিয়ে বলেন যে, দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং গণতন্ত্রের পথে যেই বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রতিহত করবে, তা সে দেশি বা বিদেশি ষড়যন্ত্র যা-ই হোক না কেন।
ডিবিসি/এফএইচআর