আন্তর্জাতিক, খেলাধুলা, ভারত, পাকিস্তান, ক্রিকেট

পিএসএলের বাকি ম্যাচ আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই মে ২০২৫ ১১:০২:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লিগটির বিদেশি ক্রিকেটার ও দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশাওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ স্থগিত হয়।  


এরপর জরুরি বৈঠকে অংশ নেন ইংল্যান্ডের ক্রিকেটারসহ পিএসএলের বিভিন্ন দলের খেলোয়াড়রা।  অংশগ্রহণকারী ইংলিশ খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেমস ভিন্স, ক্রিস জর্ডান, টম কারান, ডেভিড উইলি, স্যাম বিলিংসরা।

 

পিএসএলের আটটি ম্যাচ বাকি থাকলেও আয়োজকরা তা শেষ করতে আগ্রহী। তবে খেলোয়াড়দের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।  এদিকে বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তার বিষয়ে পিসিবির সাথে যোগাযোগ রাখছে বিসিবি।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন