পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইসলামাবাদ গেছেন সাকিব আল হাসান। পিএসএল দিয়েই দীর্ঘ ছয় মাস পর ক্রিকেটে ফিরছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ারে শেষটা দেখার পাশাপাশি আবার ফেরার বার্তাটাও কিন্তু ছিল। পাকিস্তান সুপার লিগে ফেরার মধ্য দিয়ে তার ভক্তরা আরও একবার সাকিবকে নিয়ে শটার ফরম্যাটে স্বপ্ন দেখতে শুরু করেছেন। সময়ের হিসেবে প্রায় ছয় মাস, লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। পিএসএলের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এখন পাকিস্তানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। খেলবেন পিএসএলের বাকি অংশে।
সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে লাহোর কালান্দার্স। শনিবার (১৭ই মে) সামাজিক মাধ্যমে এই তারকা অলরাউন্ডারের পাশাপাশি আরও দুই বিদেশি ক্রিকেটারের দলের সাথে যোগ দেবার খবর নিশ্চিত করে কালান্দার্স। সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তার দল। রবিবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন এই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে সাকিবের ভবিষ্যত যেন অমানিশার ঘোর অন্ধকার। গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি এখনও পর্যন্ত সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামতে সাকিবের সামনে পর্বতসম বাধা। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে আছে হত্যা মামলা, পাশাপাশি শেয়ারবাজারে কারসাজির জন্য বড় অঙ্কের জরিমানা। এর সাথে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা, যদিও গত মার্চে বোলিং একশন শুধরে সেখান থেকে মুক্তি পান সাকিব।
গত বছর সেপ্টেম্বরে সাকিব ঘোষণা দিয়েছিলেন টেস্ট থেকে অবসর নিলেও দলের প্রয়োজনে টি টোয়েন্টি দলে ফিরতে চান সাকিব। আগামী বছর আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগাররা। পিএসএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মধ্য দিয়ে সাকিব ভক্তরা আবারও জাতীয় দলে এই তারকার ফেরার আলোক রশ্মি দেখতে পাচ্ছেন।
ডিবিসি/ রাসেল