পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

পিজা’র প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৮ জুন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই মে ২০২৫ ১০:২৭:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গঠিত হলো “পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)”। এ লক্ষ্যে এক সাধারণ সভা শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সাধারণ সভার প্রথম পর্বে আলোচনা সভায় পিজা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দীর সভাপতিত্বে ও সদস্য সচিব সরওয়ার কামালের সঞ্চালনায় অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ, স্যোসাল সায়েন্স ও ল এর ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।


বক্তারা পিজার মত একটি অ্যালামনাই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অ্যালামনাই সংগঠন শুধু সামাজিক বন্ধনকে দৃঢ় করে না, এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা বিভাগীয় অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।


দ্বিতীয় পর্বে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ পর্ব। এতে সর্বসম্মতিক্রমে “পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)” এর গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এরপর পিজার প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। অংশগ্রহণকারী সদস্যদের মতামতের ভিত্তিতে আগামি ২৮ জুন (শনিবার) নির্বাচনের দিন ধার্য করা হয়।


অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও পুরনো দিনের স্মৃতিচারণ। এই সভার মধ্য দিয়ে পিসিআইইউ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি সংগঠিত ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠলো—যা ভবিষ্যতে শিক্ষা, পেশা এবং মানবিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন