বাংলাদেশ, রাজধানী

পিন্টুর হেফাজতে মৃত্যু: আইজিপির ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ‘হেফাজতে মৃত্যু’র যথাযথ বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের জোর দাবি জানানো হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কারাগারে আটক থাকাকালীন পিন্টুকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়নি এবং তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তারা তৎকালীন ও বর্তমান পুলিশ প্রশাসন তথা কারা কর্তৃপক্ষের ভূমিকার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। বক্তাদের মতে, এটি নিছক কোনো মৃত্যু নয়, বরং রাষ্ট্রীয় হেফাজতে সংঘটিত হত্যা।

 

উল্লেখ্য, পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩রা মে তাকে কারা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন। পিন্টুর পরিবার ও বিএনপি শুরু থেকেই এই ঘটনাকে ‘কারা হেফাজতে হত্যা’ বলে অভিহিত করে আসছে।

 

এদিকে, সম্প্রতি পিন্টুর ভাই রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন করে একটি হত্যা মামলার আবেদন করেছেন। ওই মামলায় তৎকালীন কারা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। 

 

মানববন্ধনে বক্তারা বলেন, এই বিচার শুধু পিন্টুর পরিবারের জন্য নয়, এটি দেশের কারা ব্যবস্থার সংস্কার ও দায়বদ্ধতা নিশ্চিত করারও পরীক্ষা। সমাবেশ থেকে শিগগিরই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন