মাঘের তীব্র শীতে পিরোজপুরের নাজিরপুরের কুমারখালী গ্রামে বসেছে এক ভিন্নধর্মী মেলা, যেখানে মনোবাসনা পূরণের আশায় ১০৮টি চুলায় চিতই পিঠা ভাজা হয়।
কুমারখালী গ্রামের কালী মন্দির মাঠে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী আয়োজন এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। স্থানীয়দের বিশ্বাস, এখানে ভক্তিভরে পিঠা ভাজলে সন্তান লাভ, সুস্থতা কিংবা পারিবারিক সুখের মতো মনোবাসনা পূরণ হয়।
মাঘের অমাবস্যা তিথিতে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলে এই উৎসব। মেলাকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও দর্শনার্থীর ভিড় জমে।
আয়োজক ও স্থানীয় পুরোহিতদের মতে, প্রায় একশ বছর আগে শুরু হওয়া এই উৎসব এখন শুধু ধর্মীয় আচারই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। ১০৮টি ধোঁয়া ওঠা চুলার আগুন ও মানুষের প্রার্থনা মিলেমিশে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে।
ডিবিসি/তুবা