বিবিধ, শিক্ষা

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক প্রান্ত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ৭ই মে ২০২৫ ১২:৪৩:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ই মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নির্বাচনে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থী রবিন দাশ গুপ্ত। সাধারণ সম্পাদক পদে ৪৪টি ভোট পেয়ে নির্বাচিত হন একই ব্যাচের শিক্ষার্থী প্রান্ত চৌধুরী। দুটি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত মাল্টিমিডিয়া নিউজপোর্টাল নিউজনাউ টোয়েন্টিফোরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আতাউস সামাদ রাজু ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাশ।

 

নির্বাচন চলাকালে মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান দিলরুবা আক্তার, উপদেষ্টা সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব-উল-ওয়াদুদ আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ খান মিলন এবং কর্মকর্তা নূরে আলম উপস্থিত ছিলেন।

 

বিকেল ৫টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১০২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৯৩ জন ভোট প্রদান করেন। ভোটার উপস্থিতির হার ছিল ৯১.১৮ শতাংশ।

 

ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ ধরণের নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোট প্রদানের সংস্কৃতি গড়ে উঠবে। ক্লাবের নতুন নেতৃত্ব বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ।

 

এসময় নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী জানান, বিভাগের শিক্ষার্থীদের সাংবাদিকতা ও যোগাযোগ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে সবাই মিলে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে পথচলা নিশ্চিত করবেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন