বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এক অভূতপূর্ব নিরাপত্তা মহড়া চালিয়েছে উত্তর কোরিয়ার কর্মীরা।
বৈঠক শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডিএনএ সহ যেকোনো জৈবিক চিহ্ন মুছে ফেলতে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে দেখা গেছে।
ঘটনার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কিম বৈঠকস্থল ত্যাগ করার সাথে সাথেই তার সহযোগীরা দ্রুত কাজে নেমে পড়েন। একজন কর্মীকে কিমের বসার চেয়ারের হাতল ও পেছনের অংশ একটি বিশেষ কাপড় দিয়ে মুছতে দেখা যায়।
আরেকজন কর্মকর্তা অত্যন্ত সতর্কতার সাথে তার ব্যবহৃত পানির গ্লাসটি একটি ট্রে-তে করে সরিয়ে নেন, যাতে এতে লেগে থাকা লালা বা আঙুলের ছাপ থেকে কোনো তথ্য সংগ্রহ করা না যায়।
অতীতেও বিভিন্ন বিদেশ সফরে কিমের ব্যক্তিগত আসবাব বহন করা এবং তার ব্যবহৃত কোনো জিনিস পিছনে ফেলে না আসার মতো চরম সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
ডিবিসি/এমইউএ