ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজনে কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প দিনভর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের মাঝপথেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন। পুতিনের একজন সহকারীর বরাত দিয়ে জানানো হয়েছে, দুজনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়। এর মাত্র তিন দিন আগে, গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প।
এই ত্রিপক্ষীয় বৈঠক কবে বা কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন, যা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।
ডিবিসি/এমএআর