আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

পুতিন নয়, জেলেনস্কিই যুদ্ধ থামাতে চান না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দীর্ঘ চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়ার রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু শান্তি চুক্তির পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। 

 

ট্রাম্পের এই অবস্থান পশ্চিম ইউরোপীয় মিত্রদের প্রচলিত ধারণার ঠিক বিপরীত। যেখানে ইউরোপীয় দেশগুলো বারবার অভিযোগ করে আসছে, মস্কো যুদ্ধ বন্ধে মোটেও আগ্রহী নয়, সেখানে ট্রাম্প সরাসরি জেলেনস্কির ওপর দায় চাপিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধের মীমাংসা না হওয়ার পেছনে একমাত্র কারণ জেলেনস্কি।

 

গত দুই বছরে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়েন দেখা গেছে। হোয়াইট হাউসে ফেরার পর তাদের প্রথম দিকের সাক্ষাতে ট্রাম্পের ক্ষোভ স্পষ্ট থাকলেও, বর্তমানে সেই সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হলো যে তিনি মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের আশ্বাসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

 

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, পুতিন এখনও পুরো ইউক্রেইন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা ত্যাগ করেননি। তবে ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এই প্রতিবেদনগুলোর সত্যতা নাকচ করে দিয়েছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন