আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে এই তিন নেতা ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করছেন।

চীনের ঐতিহাসিক তিয়ানানমেন গেটে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়, যেখানে শি জিনপিংয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুতিন ও কিম। এই অনুষ্ঠানে চীন তার সামরিক শক্তির এক অভূতপূর্ব প্রদর্শনী করে। বিশ্বের সামনে আনা হয় একাধিক নতুন ও অত্যাধুনিক অস্ত্র। এর মধ্যে বিশেষজ্ঞদের মনোযোগ কেড়েছে একটি বিশেষ লেজার সিস্টেম, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করার পাশাপাশি পাইলটদের অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে।

 

এছাড়াও, প্রদর্শিত অস্ত্রের তালিকায় ছিল ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র, একাধিক ভূমি-ভিত্তিক চালকবিহীন যুদ্ধযান, হাইপারসনিক মিসাইল এবং রাডারকে ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক সাবমেরিন।

 

কুচকাওয়াজের উদ্বোধন করে প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে বলেন, বিশ্ব এখনও ‘শান্তি অথবা যুদ্ধের বিকল্প পথের মুখোমুখি’ এবং চীন বর্তমানে ‘অপ্রতিরোধ্য’।

 

এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই আয়োজনের কড়া নিন্দা জানান। তিনি শি জিনপিংকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন, যেহেতু আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে বার্তার শেষে তিনি কিছুটা সুর নরম করে লেখেন, প্রেসিডেন্ট শি এবং চীনের অসাধারণ জনগণের উদযাপনের একটি মহান এবং দীর্ঘস্থায়ী দিন কাটুক।

 

ট্রাম্পের এই ‘ষড়যন্ত্রের’ অভিযোগ দ্রুতই প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ এক বিবৃতিতে বলেন, আমি বলতে চাই, কেউ ষড়যন্ত্র করেনি, কেউ কোনো ষড়যন্ত্র করছে না। এই তিন নেতার (শি, পুতিন, কিম) কারও মধ্যেই এমন কোনো চিন্তাভাবনা ছিল না। তথ্যসূত্র: বিবিসি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন