অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৮২ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় সকাল ও সন্ধ্যার দিকে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।
এসময় বসতি স্থাপনকারীরা মসজিদ চত্বরের ডোম অফ দ্য রক-এর কাছে তালমুদীয় আচার-অনুষ্ঠান পালন করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, একই দিনে ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত একটি গেট দিয়ে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ চত্বরে প্রবেশ করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী নভেম্বর মাসেই ৪,২৬৬ জন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রায় ১৫,০০০ বিদেশি পর্যটক আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে, ইহুদিরা এই এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে এবং দাবি করে যে প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আল-আকসা অবস্থিত পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পরবর্তীতে ১৯৮০ সালে পুরো শহরটি নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পদক্ষেপকে কখনোই স্বীকৃতি দেয়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমএআর