বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন করা হবে এমন খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল ও তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় বাসিন্দারাও।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ই মে) মধ্যরাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করতে পারে এমন খবর আসে বিজিবির কাছে। খবর পেয়ে সীমান্তে টহল জোরদার করে তারা।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। পরে স্থানীয়রা মাইকিং করে লাঠিসোটা নিয়ে একত্রিত হয় সীমান্তে। তবে শেষ পর্যন্ত পুশ-ইনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সেই বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা।
ডিবিসি/ অমিত