তেলুগুভাষী জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য দু’টি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার এবং আরিয়া ও পারাগু এর জন্য দু’টি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার পেয়েছেন; এছাড়া তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা অ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন।
বিজেতা, স্বাথি মুথিয়াম, ড্যাডি, গাঙ্গোত্রী, আরিয়া, বান্নি, হ্যাপি, দেশামুদ্রু, শঙ্কর দাদা জিন্দাবাদ, পারুগু, আরিয়া ২, ভারুদু, ভেদাম, বাদ্রিনাথ, জুলায়ী, ইদ্দারাম্মায়িলাথো, ইয়েভাদু, রেইস গুররাম, আই এম দ্যাট চেঞ্জ, সন অফ সত্যমূর্তী, রুদ্রামাদেবী, সারাইনোডু, দুভভাডা জগন্নাধাম, না পেরু সূর্য, না ইল্লু ইন্ডিয়া, আলা বৈকুন্ঠপুরামলো, পুষ্পা: দ্য রাইজ, পুষ্পা ২: দ্য রুলসহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১১ সালের ৬ মার্চ অর্জুন হায়দ্রাবাদে রাজনীতিবীদ এবং দক্ষিণ ভারতীয় চলচিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। ২০১৩ সালে অর্জুন-স্নেহার সংসার ভাঙনের গুঞ্জন ওঠে। কিন্তু অর্জুন সংবাদ মাধ্যমের কাছে জানান এটা শুধু গুঞ্জন, কোন সত্যতা নেই। তারা খুব সুখে আছেন এবং কয়েক বছরের মধ্যেই সন্তান নেবেন। ২০১৪ সালে ৪ এপ্রিল আল্লু পুত্র সন্তানের পিতা হন। সন্তানের নাম রাখায় হয়েছে আল্লু আয়ান । ২০১৬ সালের ২১ নভেম্বের আল্লু আর্জুন একটি মেয়ে সন্তানের জনক হন।
আল্লু অর্জুন সেভেন আপ, কোলগেট, ওলেক্স, জয়ালুক্কাস, হিরো মোটোকাপ এবং হটস্টার এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন।
আল্লু অর্জুন দক্ষিণ ভারতীয় একমাত্র অভিনেতা, যার ফেসবুকে দুই কোটি দশ লাখ অনুসারী আছে। টাইমস অব ইন্ডিয়া আল্লু আর্জুনের নাচের প্রশংসা করে লেখে যে, সে শুধুমাত্র টলিউড নয়, ভারতেরও সেরা নাচিয়ে।
জনপ্রিয় মালয়ালম টেলিভিশন চ্যানেল এশিয়ানেট তাকে প্রবাসী রত্ন পুরস্কারম প্রদান করে সম্মানিত করে। তার প্রজন্মের সেই একমাত্র টেলেগু অভিনেতা, যে প্রতিবেশী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে পুরস্কার লাভ করে। এই পুরস্কারের ফলে বানি টলিউডে নতুন রেকর্ড গড়ে। ২০১৬ সালে আল্লু অর্জুন সব থেকে বেশি গুগলে অনুসন্ধানকৃত টলিউড তারকা। ফোর্বস ম্যাগাজিনের ভারতীয় সেলেব্রিটির তালিকায় ২০১৬ সালে আয়ের দিক থেকে ৪৩ তম এবং ৫৯ তম ফেমের দিক থেকে। তবে টলিউডের অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম।
আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষ্যে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছিল ‘হোয়্যার ইজ পুষ্পা’ ক্যাম্পেইন। গতকাল বিকেলে প্রকাশ করা হলো এ শিরোনামে ৩ মিনিটের একটি টিজার। তাতে আল্লুকে রুদ্র রূপে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়। পুষ্পার সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার গল্প কেমন হবে, তার আভাস দেওয়া হয়েছে।
প্রকাশিত টিজারটি ভক্তদের গায়ে কাঁটা দিচ্ছে। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনতিরুপতি জেল থেকে পালিয়েছে পুষ্পা। পিছু নিয়েছে পুলিশ। তাকে খুঁজতে গঠন করা হয়েছে পুলিশের বিশেষ ইউনিট। তারা শিশাচরম জঙ্গল চষে বেড়াচ্ছে পুষ্পাকে খুঁজতে। কিন্তু তাকে পাওয়া যায় না। পাওয়া যায় তার রক্তমাখা জামা। তাতে আটটি গুলির দাগ। এরপর সবাই ধারণা করে, পুষ্পা আর বেঁচে নেই। এ ঘটনার পর এলাকাজুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়। পুষ্পার সমর্থকেরা দাঙ্গা-হাঙ্গামা করে, বাজারে আগুন জ্বালিয়ে দেয়, থানা ঘেরাও করে রাখে। পুলিশও পাল্টা হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ চোখের পানি ফেলে মিডিয়ার সামনে বয়ান করে পুষ্পার প্রতি তাদের ভালোবাসার কথা। অবৈধভাবে পুষ্পা বিপুল অর্থ আয় করলেও এর প্রায় সবটাই ব্যয় করেছে মানুষের কল্যাণে—কারও চিকিৎসার জন্য, লেখাপড়ার জন্য, কারও হয়তো মেয়ের বিয়ে, ক্ষুধার্তকে খাবার দেওয়া—সবকিছুতে পুষ্পার অবদান আছে। পুষ্পা নিখোঁজের এক মাস পরও তাই তার সমর্থকেরা দাঙ্গা চালিয়ে যায়। এলাকাজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।
এই পরিস্থিতিতে হঠাৎ একদিন টিভি চ্যানেলের কাছে একটি ফুটেজ আসে। তাতে দেখা যায়, রাতের আঁধারে একটি বাঘ গর্জন করে পিছু হটছে। আর তার সামনেই পুষ্পা। এ ফুটেজ দেখে পুষ্পার অনুরাগীরা আশা ফিরে পায়। প্রশাসনও সতর্ক হয়।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পায় প্রথম পর্ব ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি ওই বছর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তারপর থেকেই পুষ্পার পরের পর্বের জন্য অপেক্ষা সবার।
‘পুষ্পা ২: দ্য রুল’ হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। তবে কবে মুক্তি পাবে, তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এ বছরের পুরোটা চলবে শুটিং ও সম্পাদনার কাজ। আগামী বছরের মাঝামাঝি দর্শকদের মাতাতে হলে আসবে পুষ্পা।সিনেমাতে আল্লু অর্জুন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল।
ডিবিসি/রূপক