আন্তর্জাতিক, ইউরোপ

পোল্যান্ডে কয়লা খনিতে মিথেন গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পোল্যান্ডের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস এবং পাথরের বিস্ফোরণে দুই খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) খনি কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সোমবার (২২শে ডিসেম্বর) বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক (Pniówek) খনিতে এই দুর্ঘটনাটি ঘটে। খনিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছে।

 

জেএসডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘ সময় ধরে এই পেশায় নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) গভীরে কাজ করছিলেন। গ্যাস লিকেজের ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং খনির ভেতর থেকে অন্য আটজন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

 

উল্লেখ্য যে, পোল্যান্ড এখনো তার প্রয়োজনীয় মোট জ্বালানির প্রায় ৬০ শতাংশ কয়লার ওপর নির্ভরশীল। তবে দেশটিতে খনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। চলতি বছর এখন পর্যন্ত পোল্যান্ডের বিভিন্ন খনিতে মোট ১৫ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিভিপি (TVP)।

 

এই প্নিওভেক খনিতে এর আগেও বড় বিপর্যয় ঘটেছিল। ২০২২ সালের এপ্রিলে এখানে একটি শক্তিশালী মিথেন গ্যাস বিস্ফোরণে ১৪ জন শ্রমিক ও উদ্ধারকর্মী নিহত হয়েছিলেন। ক্রমাগত এমন দুর্ঘটনার প্রেক্ষাপটে পোল্যান্ড সরকার তার অর্থনীতিকে কার্বনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশগত ঝুঁকি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী কয়েক দশকের মধ্যে পর্যায়ক্রমে একাধিক কয়লাখনি বন্ধ করার পরিকল্পনা করছে দেশটি।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন