প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের (ইসি) ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অতীতে আমাদের দেশে পোস্টাল ভোটের এই উদ্যোগ নেওয়া হয়নি, আমরাই নিয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন (পোস্টাল ভোট আয়োজনের) ঘোষণা দিলেন। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই ঝুঁকিটা নিয়েছি। বহু ঝামেলা আসবে। বহু চ্যালেঞ্জ আসবে। আমরা শপথ নিয়েছি যে, আমাদের এটা বাস্তবায়ন করবই। এই বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি।’
ডিবিসি/কেএলডি