বাংলাদেশ, জেলার সংবাদ

পৌষের শুরুতে প্রকৃতিতে জেঁকে বসেছে শীত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিসেম্বরের মাঝামাঝি ও পৌষের শুরুতে প্রকৃতিতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে আসা শীতল বাতাসে জনজীবন কাবু হয়ে পড়েছে।

 শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরম কাপড় ও লেপ-তোষকের চাহিদা। মৌসুমের শুরুতেই মানুষ ভিড় করছেন গরম কাপড়ের দোকানগুলোতে এবং সাধ্যমতো শীতবস্ত্র সংগ্রহ করছেন। বিক্রেতারা জানিয়েছেন, তাদের কাছে শীতের কাপড়ের পর্যাপ্ত মজুদ রয়েছে।

 

পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

 

অন্যদিকে, দিনাজপুরেও শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোষকের দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। সারা বছর বেচাকেনা কম থাকলেও শীতের আগমনে কারিগররা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। 

 

তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে কম্বলের সহজলভ্যতার কারণে লেপের চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে। তবুও শীতের প্রকোপ বাড়লে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন