‘পাপ’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। আবদুল আজিজের চিত্রনাট্যে সৈকত নাসির সিনেমাটি পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইয়ামিন হক ববি, আরিয়ানা জামান, জাকিয়া মাহা প্রমুখ।
৫৫ সেকেন্ডের এই টিজার দেখে আঁচ করা গেছে, সিনেমাটি থ্রিলার ঘরানার। পাশাপাশি পুরো টিজারে ছিল অ্যাকশন। এতে ববিকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। মাহা ও রোশানের উপস্থিতি দেখা গেলেও তাদের চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘পাপ সিনেমার গল্পটা একেবারে মৌলিক। এটি থ্রিলার সিনেমা, কিন্তু প্রি টোল্ড স্টোরি মনে হবে সবার। এখানেই সবচেয়ে বড় ম্যাজিক। গল্পের পরতে পরতে থাকবে টুইস্ট। সিনেমা হলে দর্শকদের সবকিছু প্রেডিক্ট করতে দেওয়া হবে, তবে গেম ওভারটা শেষ দৃশ্যে করবেন লেখক। বাজেট ও সীমাবদ্ধতার জায়গা থেকে বিবেচনা করলে ভালো একটা সিনেমা হয়েছে। ‘পাপ সিনেমার প্রথম পর্ব এটা। দ্বিতীয় পর্বও আসবে। যার জন্য আমরা লিখেছি প্রথম চাল। শেষ চাল রিলিজ হবে আগামী বছর রোজার ঈদে।’
সিনেমাটির চরিত্রগুলো প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘ববিকে দেখা যাবে ডিবি অফিসারের চরিত্রে আর আরিয়ানাকে মডেল হিসেবে। মাহা ও রোশানের চরিত্র এখনই রিভিল করতে চাচ্ছি না। আমি চাই, দর্শক হলে গিয়ে পুরো মজাটা পাক। তবে পোস্টারে আমরা লিখেছি, পাপ দুই প্রকার—বাঁচার জন্য পাপ করা আর পাপ করার জন্য বাঁচা। রোশান কোন প্রকারের পাপী, সেটা জানতে চাইলে সিনেমা হলে যেতে হবে।’
সিনেমাটি নিয়ে রোশান বলেন, ‘পাপ আমার ফিল্ম ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমার শুটিং করতে গিয়ে অদ্ভুত এক জার্নির মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। নিজেকে ভাঙতে হয়েছে বারবার।’
‘পাপ’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে আলোচনায় রয়েছে ১০টির বেশি সিনেমা। তবে এখনও পর্যন্ত ৩টি সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ ও ‘জ্বীন’ এবং বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘লিডার: আমিই বাংলাদেশ’।
ডিবিসি/রূপক