আন্তর্জাতিক, এশিয়া

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেন-জি আন্দোলনের মুখে চলতি মাসে ক্ষমতাচ্যুত হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রায় এক মাস পর প্রকাশ্যে এলেন। আত্মগোপন থেকে বেরিয়ে তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন যে, তিনি দেশ ছেড়ে পালাবেন না।

গতকাল শনিবার (২৭শে সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেপি শর্মা অলি এ কথা বলেন। তিনি তার সমর্থকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি মনে করেন যে, আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাব?

 

নিজের অনুগত কর্মীদের সামনে তিনি আরও বলেন, আমরাই এই দেশকে নতুন করে গড়ব। দেশকে আমরা আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব। দেশে আমরা শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করব।

 

উল্লেখ্য, জেন-জি প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় আত্মরক্ষা করেন কেপি শর্মা। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর গতকালই তিনি জনসমক্ষে আসেন।

 

তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং তারা সহিংসতা ও ভাঙচুরের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।

 

এছাড়া, নিজের বিরুদ্ধে ওঠা ষড়যন্ত্রের অভিযোগও তিনি অস্বীকার করেন। অলি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আন্দোলনের সময় তিনি প্রশাসনকে কী কী নির্দেশনা দিয়েছিলেন, তার রেকর্ডিং যেন জনসমক্ষে প্রকাশ করা হয়।

 

এদিকে, সুশীলা কার্কির সরকার কেপি শর্মা অলিসহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর পাসপোর্ট জব্দ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই পদক্ষেপকে অলি তার ব্যক্তিগত অধিকারের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন