বিশেষজ্ঞরা বলছেন, শুধু মেয়েদের নয়, ছেলেদের ত্বকও সংবেদনশীল হয়। প্রতিদিন শেভ করার অভ্যাস ত্বকের সুস্থতাকে ব্যহত করে।
কর্মক্ষেত্রের নিয়মের জন্য হোক বা নিজস্ব পছন্দ, অনেক পুরুষেরই নিয়মিত শেভ করার অভ্যাস আছে। তবে বিশেষজ্ঞদের কথা অনুযায়ী সেই অভ্যাসে এবার লাগাম টানা প্রয়োজন।
প্রতিদিন শেভ করলে কী হতে পারে? এই বিষয়ে চিকিৎসকরা বলছেন, শেভ করলে স্বাভাবিকভাবেই লোমকূপের গোড়াগুলি উন্মুক্ত হয়ে পড়ে। সেই উন্মুক্ত স্থানে বিভিন্ন জীবাণু সংক্রমণ ঘটায়। প্রতিদিন শেভ করার ফলে গোড়াগুলি বন্ধ হওয়ার সুযোগ পায় না। ফলে সংক্রমণ বাড়তে থাকে। তবে কয়েকদিন পর পর শেভ করলে এই ভারসাম্য বজায় থাকে।
ত্বকের এই সংক্রমণের ফলে ত্বক লাল হয়ে যায়। চুলকানি ও র্যাশ দেখা দেয়। নিয়মিত শেভ করার অভ্যাস দীর্ঘদিন বজায় রাখলে বাড়াবাড়ি রকমের ত্বকের সংক্রমণ হওয়ায় আশঙ্কা থাকে।
তাই প্রতিদিন শেভ না করে বরং দু’দিন পর পর শেভ করা ভালো। এবং অবশ্যই শেভ করার আগের রাতে ত্বকে ক্রিম মেখে নিতে পারেন। আর শেভ করার সময় ভাল করে শেভিং জেল বা ক্রিম লাগিয়ে নিন। এতে সংক্রমণ এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা কম হবে।